৩১.৭.০৮

অনুভবে প্রতিদিন | মোঃ সেলিম রেজা

একটি বুলেট
মোঃ সেলিম রেজা

শ্যামল ভূমির নিসর্গ রূপে লোভের বেসাতি
বীভৎস দৃশ্যের অবতারণা; হত্যাযজ্ঞ,
রক্তের হোলিখেলায় মৃত্যুর আর্তনাদ
বাংলার মাটির জন্য
বজ্রমুষ্টি অগ্নি শপথ
পিশাচ দম্ভের তীক্ষè প্রতিরোধ
বিপ্লবীর হাতে জ্বলন্ত মশাল
বাতাসে কামানের গর্জন
চোখে প্রতিশোধের আগুন
অজস্র ঢেউ রক্ত কণিকায়
মাথায় হেলমেট
ক্ষুব্ধ রাইফেল হাতে
মরণজয়ী সৈনিক
শুধু একটি বুলেট
যে বুলেট সাতকোটি জনতার
যার বিপ্লবী নাম
জয়বাংলা।

২১ অক্টোবর ২০০৭




দিগভ্রান্ত পদাবলী
মোঃ সেলিম রেজা


কাছাকাছি ফাঁকা জায়গায়
দুরন্ত হাওয়ায় উড়ে শুকনো পাতা;
অসীম শূন্যতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা
একরাশ অভিমানে জ্বলে আগুন
দূরে সামুদ্রিক মোহনায়
উত্তাল তরঙে ভিড়ে সময়ের ভেলা
অনপনেয় ভরসায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা
জলের আয়নায় মনোরম নৃত্য

আর তুমি আমি আছি এখনও
শূন্যের মাঝে দাঁড়িয়ে।


চ্যানেল আই
৯ম বর্ষে পদার্পন উপলক্ষে
মোঃ সেলিম রেজা

তোমার জন্মদিনে দাওয়াত করলে আমায়
তোমাকে চমকে দেবার জন্যে
পুষ্পনীড়ে গেলাম
সুন্দর দেখে চোখ ধাঁধানো প্রচ্ছদে
বাঁধা নয়টি গোলাপকলি।
আন্তরিকতায় মোড়ানো উপহার
হৃদয়ে রেখেছি তোমার নাম---
আমি বললাম-হ্যাপী বার্ড ডে টু ইউ
চ্যানেল আই- সাথে অনেকে...
আজ জমেছে হৃদয় আঙিনায় মাঙ্গলিক মোহড়া
চারিদিকে আনন্দ হিল্লোল
সবার ভালবাসায় সুদূর প্রসারী হোক আমার চ্যানেল আই।

১ অক্টোবর ২০০৭





ডিজায়ার ওয়ার্ল্ড
মোঃ সেলিম রেজা

দীর্ঘকাল নির্বাসনের পর দিগন্ত পেরিয়ে
উম্মাদের মতো ছুটে আসা;
কবিতার ভেজা ঠোঁট জোড়ায় আলতো চুমু
বাঁধ ভেঙ্গে নেমে আসে চিবুকের দিকে,
তারপর লোমকুপ বুকে কবিতা রাখে মুখ
ঘসে দেয় নাক;
ইচ্ছে মতো সাঁতার কাটে কাম দিঘীতে,
নিভৃত ছন্দ ঝংকার তুলে ডিজায়ার ওয়ার্ল্ড
দেহরস জোয়ারে
গভীর আলিঙ্গনে যেন নগ্ন রূপালী ইলিশ
রাত জেগে মুঠো ভর্তি রতিসুখ
উত্তপ্ত নিঃশ্বাসে যেন ছড়ানো চুলের সৌরভ
গভীর আশ্লেষে উবে যাওয়া ঘুমের কুয়াশা
কবিতা শুয়ে আছে স্বপ্ন সাম্পানে
আর আমি দাঁড় টানি স্বর্গীয় সুখে।

২৪ আগস্ট ২০০৭






অভীক সহযাত্রী
বন্ধুবরেষু তরুণ কবি সাব্বির আহমেদ সুবীরকে
মোঃ সেলিম রেজা

ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে বারান্দায়
নানান ভাবনা এসে ভীড় করে
কতদিন কেটে গেল, কত বছর!
এখন ঠিক আগের মতো খোঁজ খবর
নেওয়া হয় না কাক্সিক্ষত ঠিকানায়!
মাঝে মাঝে মধ্যরাতে সপ্তর্ষি নক্ষত্রমালা
নিশ্চুপ নিসর্গে শুনে বিরহের সানাই।
বন্ধু তুমি ছিলে সাহসী নাবিক
অহোরাত্রি কবিতার বন্দরে ফেলেছ নোঙর;
দীর্ঘ এই পথে রঙ বেরঙের আলো-ছায়ায়
দিনের পর দিন তোমার সাহচর্যে
কাটিয়েছি পরজনহীন প্রতিটি মুহূর্ত।
নিত্য সহচর কাটিয়ে দিয়েছি
কবিতার পঙক্তিমালায় সত্য-সুন্দরের সন্ধানে
এখনও নিশ্চিত নিরিবিলি খুঁজে চলি
শব্দগুচ্ছ কবিতা পাঠের জমপেশ আড্ডায়
বন্ধু বরেষু সহযাত্রী তোমায়,
যেখানে থাকো না কেন, জীবনের পাঠশালায়
ভালো থেকো এই কামনায়।

৪ আগষ্ট ২০০৭







মঙ্গল গ্রহ
মোঃ সেলিম রেজা

কেউ কোথায়ও নেই;
একা একাই চলি অসম রাজ্যে
তীরের মতো ছুটে আসা একগাদা প্রশ্ন
কোনওখানে নেই বসত, নেই মানুষজন
তবে কেন? শেষমেশ...........
নির্জন পথে পথিকের পায়ের রক্তছাপ!
শুনেছি পুরনো ছিটমহল ভাগাভাগিতে
রাক্ষস খেয়ে গেছে সরলরেখা
সর্বনাশ, কুজোঁ মাথায় ভয়ের ডিপো
ভূ-ত্বকে ফাটল ধরণীর ওঠে নাভিশ্বাস,
স্বপ্নও ভেঙ্গে পড়ে ঝুরঝরে মাটির মতো
সবুজ শূন্য পৃথিবীতে আর নয় বসবাস
খাঁ খাঁ শূন্যতায় যন্ত্রণার বিষফোঁড়া
তবে কী? মঙ্গলগ্রহই ভবিষ্যৎ স্বপ্ন বিলাস!

২৯ জুলাই ২০০৭





আত্মশুদ্ধি
মোঃ সেলিম রেজা

ইদানিং আমি আমাকেই খুঁজছি
আমার যতসব যাতনা-শোক-আত্মপরিচয়
কারণ-অকারণ রাগ-অভিমান দুঃখ
গুজে রাখি নিরবে মনের গভীরে।
শেষ রক্তবিন্দুয় হাঁটছি ভিনদেশী শহরে
অচেনা পথিকের দীর্ঘ পথ।
উঁচু গলায় কথা বলা যদি বাহাদূরী হয়
তবে আমি নিচুতেই থাকি সকাল-সন্ধ্যা।
ধূর্ত বিড়ালের মতো স্বভাব যাদের
নরম মাটিতেই সক্রিয় তাদের ধারালো নখ
নগন্য আমি ঠাই খুঁজি সামান্য পরিসরে
ঝুটো রতি মহারথী পা চাটারাও আজ
জ্ঞানীর লেবাসে কথা বিশারদ,
ছিটেফোঁটা নগদ প্রাপ্তিতে
একজোড়া ছাগল ছানার লাফালাফি
গুটি কয়েক বেয়াডা কাকের উড়াউড়িতে
বুকের খাঁজে রেখেছি পুরনো ঠিকানা।
আমি তো গাছ-পাথর কিংবা শেওলা নয়
মনুষত্ব আছে বলেই সামাজিক-নির্লোভ
প্রাণবাজী ঘোর অন্ধকারে অবিনশ্বর ভালোবাসায়।

১৭ জুলাই ২০০৭







অনুভবে প্রতিদিন
মোঃ সেলিম রেজা

বাহিরে তাকালেই নির্জন গলির পথ;
নিভু নিভু প্রদীপ রাতের অন্ধকারে
তন্দ্রাহীন নিঃশব্দ চোখ-প্রগাঢ় শূন্যতা
বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়, কমে-বাড়ে
প্রতিদিন মরতে মরতে বেঁচে যাই
তবুও অন্তহীন পথ চলা মরুর বুকে
রোজকার সন্ধ্যায় আড্ডার টেবিলে হাসাহাসি
কানাকানি হৈ-হুল্লোড় আরও কত কী...
কাউকে বুঝতে দিইনা আজকাল বুকে প্রচণ্ড ব্যথা
স্বাভাবিক ভাবেই চলাফেরা-সংলাপ
কুশল বিনিময় ঠিক আগের মতো...
অসম্পূর্ণ দু’চোখের স্বপ্ন-স্বাদ-নতুন জীবন
আজ মায়ের মুখ খুব বেশী মনে পড়ে
দিবসনিশি পরিজনহীন একাকী নির্বাসনে
হাফিয়ে উঠি দীর্ঘ প্রতীক্ষায়;
মাতৃভূমে মায়ের কোলে মাথা রেখে
ঘুমাতে খুব বেশী ইচ্ছে করে...
খু-উ-ব বেশী।

১০ জুলাই ২০০৭

কোন মন্তব্য নেই:

morou kobita